মসজিদে ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ১৫
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৩ সকাল
নিউজ ডেস্ক

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নান্দাইল পৌরসভার উত্তর বালিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে এখনও পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়া সংঘর্ষে আহতদের উদ্ধার করে নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহবুব জানান,  দুই পক্ষের মধ্যে গোলযোগ হতে পারে - এ বিষয়টি আঁচ করতে পেরেই পুলিশ মোতায়েন ছিল। এরপরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ মোতায়েন করা হয়।

আরএইচ/