হাটহাজারীতে শান্তি ফেরাতে প্রশাসনের সমঝোতা বৈঠক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক সংঘাতের পর শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমঝোতা বৈঠক করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংঘাতে জড়িত হাটহাজারী মাদরাসা ও সুন্নি সম্প্রদায়ের পক্ষ থেকে ১০ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত ভবনের মেরামত ও ক্ষতিপূরণের আশ্বাস দেয় প্রশাসন। একইসঙ্গে হাটহাজারী মাদরাসা এলাকা—চারিয়া থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত—শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়। সর্বোপরি, উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী মাদরাসার সামনে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক ফেসবুকে আপত্তিকর অঙ্গভঙ্গি সম্বলিত পোস্ট দিলে কওমি মহলে উত্তেজনা দেখা দেয়। পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে। তিনি ভিডিও বার্তায় নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।

এরপর বিকেল থেকে মাদরাসা শিক্ষার্থী ও স্থানীয়রা পৌর এলাকায় বিক্ষোভ করেন। গোলচত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের সময় একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। এসময় মাদরাসা শিক্ষার্থী ও সুন্নি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের স্বাক্ষরে জারি করা আদেশে মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। এতে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে।

বৈঠকে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন, সুন্নি পক্ষের প্রতিনিধি অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমএইচ/