বিতর্কিত বক্তব্যে পদ হারালেন হাটহাজারী উপজেলা জামায়াত আমির
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত
নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটির চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম তথ্যটি নিশ্চিত করেছেন।

সম্প্রতি এক সভায় সিরাজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ তার এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় পরিবারসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে, সিরাজুল ইসলামের বক্তব্য তার ব্যক্তিগত, সংগঠনের অবস্থান নয়। দলটি মনে করে এ ধরনের মন্তব্য বিনয় পরিপন্থী এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য দলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়, বরং পরস্পরের পরিপূরক। অতীতের মতো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা করা হয়। সাম্প্রতিক ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রতি সমবেদনা জানানো হয়।

সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত নথি শাখার একজন সেকশন অফিসার। এর আগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে তাকে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে তাকে শোকজ করা হয়।

এমএইচ/