
| 	
        
			
							
			
			  মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বাংলাদেশি এরশাদুর রহমান  
			
			
	
			
										প্রকাশ:
										০৭ সেপ্টেম্বর, ২০২৫,  ০৮:৪৮ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী শায়খ এরশাদুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টি মা'হাদু তা'লিমিল্লুগাহ আল আরাবিয়্যা তথা এরাবিক ইনস্টিটিউটের শিক্ষকতার জন্য মনোনীত হয়েছেন। শায়খ এরশাদুর রাহমান চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফে পড়াশোনা শেষ করে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। তিনি বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে আরবি সাহিত্যের ওপর পিএচডি করছেন। নিজের মেধা, যোগ্যতা দিয়ে এবার শিক্ষকতার সুযোগ পেয়েছেন। শায়খ এরশাদুর রহমানের বাড়ি কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গ্রামে। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। শায়খ এরশাদুর রহমান মদিনা বিশ্ববিদ্যালয়ের 'কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ' তথা 'ফ্যাকাল্টি অব এরাবিক ল্যাংগুয়েজ' এর অন্তর্গত قسم اللغويات [Linguistics Department] থেকে উচ্চতর এমফিল করেন। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তাঁর গবেষণাপত্রের (থিথিস পেপার) মুনাকাশা অনুষ্ঠিত হয়। তার থিথিসের শিরোনাম ছিল- أثر اللغة العربية في اللغة البنغالية: دراسة تقابلية  তাঁর গবেষণার প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন উসতায ড. যুবাইর বিন মুহাম্মাদ আইয়্যুব, যিনি মদিনার বিখ্যাত ক্বারী আইয়্যুবী রাহি.-এর সুযোগ্য সন্তান! ‘বাংলা ভাষায় আরবি ভাষার প্রভাব’ নিয়ে বিদেশের মাটিতে আরবি ভাষায় লিখিত প্রথম গবেষণা এটি। এমএইচ/  |