‘ফিদায়ে মিল্লাত কনফারেন্স’ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৫ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা ও আফতাবনগর মাদ্রাসার শীর্ষ দায়িত্বশীলদের সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। রোববার (৭ সেপ্টেম্বর) বারিধারা ও আফতাবনগর মাদ্রাসায় পৃথকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বারিধারা মাদ্রাসায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারিধারা মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মনির হোসেন কাসেমী, খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব, ইউরোপ জমিয়ত নেতা মুফতি সদর উদ্দিন, মুফতি হাবিবুল্লাহ কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন ও মাওলানা আখতারুজ্জামান প্রমুখ। আফতাবনগর মাদ্রাসার মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ ও মালিবাগ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফিজ উদ্দিন প্রমুখ। এই মতবিনিময় সভাগুলোর মূল উদ্দেশ্য ছিল আগামী ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য "ফিদায়ে মিল্লাত কনফারেন্স" সফলভাবে বাস্তবায়নের কৌশল ও সমন্বয় নির্ধারণ। সাক্ষাতে দায়িত্বশীলগণ ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কনফারেন্সের সর্বাত্মক সফলতা কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, এ কনফারেন্স দারুল উলুম দেওবন্দের চিন্তা-চেতনা ও উলামায়ে হকের ঐতিহাসিক অবদানকে নতুন প্রজন্মের সামনে আরও শক্তভাবে উপস্থাপন করবে। চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ উভয় প্রতিষ্ঠানের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন যে, উলামায়ে দেওবন্দের ঐতিহ্য ও শিক্ষা বিস্তারে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশন সব সময় দীনি ঐক্য, চিন্তা-চেতনার সেতুবন্ধন এবং ইতিহাসবোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে। এমএইচ/ |