মাওলানা আমিনুল হক নোমানী এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি 
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা, প্রখ্যাত আলেম ও ভোলা দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর-এর সম্মানিত সদস্য মাওলানা আমিনুল হক নোমানী (রহ.)-এর নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর।

এক যৌথ বিবৃতিতে ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহারী বলেন,

গত ৬ সেপ্টেম্বর ২০২৫ইং, শুক্রবার রাতে আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাওলানা আমিনুল হক নোমানী (রহ.)-কে তার নিজ বাসভবনে নির্মমভাবে আক্রমণ করে গুরুতর জখম করে। পরে তাঁকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে শহীদ ঘোষণা করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নেতৃদ্বয় আরও বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড শুধু ভোলা নয়, গোটা দেশবাসীর জন্য গভীর উদ্বেগ ও আতঙ্কের কারণ। একজন দ্বীনি আলেমকে নিজ বাড়িতে এভাবে হত্যা করা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ দুরবস্থার প্রমাণ বহন করে।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন,

দেশে বিচারহীনতার সংস্কৃতি ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে। বারবার এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও অপরাধীদের বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

আমরা এমন সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। জাতি হিসেবে আমরা আজ গভীরভাবে লজ্জিত।

তারা আরও বলেন, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই – মাওলানা আমিনুল হক নোমানী (রহ.) এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, ছাত্র জনতাকে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

আরএইচ/