পল্টন-সেগুনবাগিচা ইমাম-খতিব পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী,কার্যকরী সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের রশীদ নির্বাচিত। পল্টন-সেগুনবাগিচা ইমাম-খতিব পরিষদে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণা করেন পুরানা পল্টন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা ড.আবদুর রশিদ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পল্টন সেগুনবাগিচা ইমাম খতিব পরিষদের কাউন্সিল ও নসিহা সভা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের রশিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন রব্বানী। আরো বক্তব্য রাখেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী আন নদভী,মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা রুহুল আমিন সাদী,ড.মুফতি জাকারিয়া নুর, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি তাওহিদুল ইসলাম প্রমুখ। আরএইচ/ |