
| 	
        
			
							
			
			  কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা  
			
			
	
			
										প্রকাশ:
										০৯ সেপ্টেম্বর, ২০২৫,  ০৮:০৮ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার বিস্ফোরণ দেখা ও শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর লক্ষ্যভিত্তিক হামলার ফল। এটি ইসরায়েলের পক্ষ থেকে প্রথমবার কাতারে এমন অভিযান, যেখানে দেশটি ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখে। গাজা, লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় ইসরায়েল বোমাবর্ষণ চালাচ্ছে। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে প্রতিদিন হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও শিন বেট সম্প্রতি বিমানবাহিনী ব্যবহার করে হামাসের শীর্ষ নেতৃত্বের ওপর হামলা পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই নেতারা বছরের পর বছর সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন এবং ৭ অক্টোবরের হত্যাযজ্ঞ ও ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য সরাসরি দায়ী। সেনাবাহিনী জানিয়েছে, হামলার আগে ‘অপ্রাসঙ্গিক ব্যক্তিদের ক্ষতি কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে,’ যার মধ্যে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য অন্তর্ভুক্ত। অন্যদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, দেশটি এই হামলাকে ‘সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।’ হামলাটি হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের আবাসিক ভবনে চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান সব আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন, যা কাতার ও কাতারে বসবাসকারী মানুষের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। মাজেদ আল আনসারি আরও বলেন, কাতার রাষ্ট্র এটি কোনোভাবেই মেনে নেবে না এবং এই ধরনের আক্রমণ ও আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ বরদাস্ত করবে না। তিনি জানান, সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা প্রকাশ করা হবে। এমএইচ/  |