ফিলিস্তিন পৃথিবীর বিচারহীনতার বড় উদাহরণ: শায়খ আহমাদুল্লাহ
প্রকাশ:
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
জনপ্রিয় ইসলামী আলোচক ও আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, পৃথিবীতে বিচারহীনতার সব থেকে বড় উদাহরণ ফিলিস্তিন। সেখানে মানুষ হত্যা যেন জায়েজ হয়ে গেছে। মানুষেরা খেতে না পেয়ে মৃত্যুর প্রহর গুনছে ৷ মানব ইতিহাসে মনে হয় এমন ঘটনা আর ঘটেনি। তিনি বলেন, বিশ্বমোড়লরা একদিকে মানবাধিকার প্রতিষ্ঠার বুলি আওড়াচ্ছে অন্যদিকে মানবাধিকার লঙ্ঘন দেখতে পাচ্ছি। বুধবার (১০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, মহানবী (সা.) যে জীবনাদর্শ রেখে গেছেন তা অনুসরণ করে পৃথিবীর সকল রাজনৈতিক সংকট কাটানো সম্ভব। তিনি প্রতিটি কাজ করেছেন এবং বিশ্ববাসীকে করার জন্য বলেছেন। সংখ্যালঘু সম্প্রীতির যে কথা বলা হয় তা শুধু ইসলামের আলোকে যথার্থভাবে বাস্তবায়ন সম্ভব। তিনি আরও বলেন, আজকের সভ্য পৃথিবীতে নারীর অধিকারের কথা বলা হচ্ছে। হজরত মুহাম্মদ (সা.) শুধু নারী অধিকারের কথা বলেননি, অধিকার প্রতিষ্ঠা করেছেন। যুদ্ধের নামে পৃথিবীতে গণহত্যা করা হচ্ছে। এটা দেখেও যারা নিরব থাকে এবং অনেকাংশে সমর্থন করে তারাই এখন অধিকারের কথা বলছে। শায়খ আহমাদুল্লাহ বলেন, পরিবেশকে দূষিত করে আবার প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। বৈশ্বিক এই সংকট মোকাবেলা করতে হলে ফিরে যেতে হবে নবীর সিরাতে। আলোচনা সভায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফির সভাপতিত্বে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এমএইচ/ |