নেপালে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক থেকে বিক্ষোভকারীদের ওয়াকআউট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত
নিউজ ডেস্ক

নেপালে নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেন-জি বিক্ষোভকারীরা। তবে বৈঠকে সেনাপ্রধান ব্যবসায়ী–রাজনীতিবিদ দুর্গা প্রসাই এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিকে (আরএসপি) আন্দোলনের অংশীদার হিসেবে উল্লেখ করলে ক্ষোভে বৈঠক ত্যাগ করেন বিক্ষোভকারীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম মাই রিপাবলিকা এ তথ্য জানায়।

রক্ষা বম নামে এক বিক্ষোভকারী বৈঠকে অংশ নেন। পরে বৈঠক বর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন— “সেনাপ্রধান আমাদের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং দুর্গা প্রসাই ও আরএসপির সঙ্গে আলোচনা করতে বলেছেন। এমনকি তাদের আন্দোলনের অংশীদার হিসেবেও অভিহিত করেছেন। আমরা মনে করি এটি আমাদের ত্যাগ এবং দেশ পরিবর্তনের ঐতিহাসিক যাত্রাকে ক্ষুণ্ন করেছে। তাই আমরা আলোচনায় না থেকে সেনা সদরদপ্তর থেকে বেরিয়ে এসেছি।”

এমএইচ/