
| 	
        
			
							
			
			  মেধাতালিকায় স্থান পাওয়া ৩ শিক্ষার্থীকে ওমরায় পাঠাল বরুণা মাদরাসা  
			
			
	
			
										প্রকাশ:
										১১ সেপ্টেম্বর, ২০২৫,  ১০:৫৩ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার প্রতিনিধি) মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা থেকে কওমি মাদরাসার বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া তিন শিক্ষার্থীকে পুরস্কারস্বরূপ ওমরা পালনে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থীরা হলেন—আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া’র দাওরায়ে হাদিস পরীক্ষায় ৩০তম স্থান অর্জনকারী মোহাম্মদ নুরুদ্দীন সিদ্দিক ও ইকরাম হোসাইন এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় সানাবিয়া উলিয়া জামাতে ১২তম স্থান অর্জনকারী হাফিজ মো. আজিজ মিয়া। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও দ্বীন টিভি ইউকের প্রতিষ্ঠাতা কারী মাওলানা শায়খ বদরুল আলম হামিদী বলেন, “মাদরাসার পড়ালেখার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী এবং উৎসাহিত করতে আমরা এরকম উদ্যোগ গ্রহণ করি।” তিনি আরও বলেন, “এটি তাদের জন্য আত্মিক পুরস্কারও। কাবা শরিফ ও রওজা মুবারক জিয়ারত তাদের অন্তরে দ্বীনের গভীর টান ও প্রেরণা জাগ্রত করবে। আমাদের লক্ষ্য হলো, শিক্ষার্থীরা সমাজে কল্যাণের দিশারী হয়ে উঠুক।” ওমরাহযাত্রী শিক্ষার্থীরা বলেন, “জীবনের প্রথম ওমরাহ করার সুযোগ পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এটি আমাদের জন্য এক নতুন অনুপ্রেরণা। আমরা দোয়া করি, আমাদের মাদরাসা ও শিক্ষকদের আল্লাহ কবুল করুন।” এক শিক্ষার্থীর অভিভাবক জানান, “আমার সন্তানকে ওমরাহর সুযোগ দেওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। এটি তার পড়াশোনা ও দ্বীনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেবে।” শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, এ ধরনের উদ্যোগ মেধাবীদের জন্য যেমন প্রেরণা, তেমনি সমাজে এক অনন্য দৃষ্টান্ত। এমএইচ/  |