ফরিদপুরের ভাঙ্গায় রেললাইন সহ মহাসড়ক অবরোধ, চরমদুর্ভোগে ২৪ জেলার যাত্রীরা
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর জেলা প্রতিনিধি) ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ ৪দিনে আজ রেললাইনও বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনগণ। এতে চরম দুর্ভোগে পরেছে কমপক্ষে ২৪ জেলার যাত্রীদের। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন কইডুবি রেল ক্রসিংয়ে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। এর ফলে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনও স্থানীয় রেল ক্রসিং পার করতে পারেনি। এছাড়াও আজ ৪দিন ধরে মহা সড়কে শান্তিপূর্ণ অবরোধ চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। অবরোধকারীরা সকাল থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছেন। আন্দোলনে স্থানীয় রাজনৈতিক সব দলের নেতা, বীর মুক্তিযোদ্ধাগণ সহ ছোট-বড় নারী-পুরুষ সব বয়সী দেরকে অংশগ্রহণ করে দেখা যায়। এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, আজ আমাদের আন্দোলনের ৪র্থতম দিন। আজ বৃহস্পতিবার সকাল থেকে রেললাইনও বন্ধ করে দিয়েছি। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। ভাঙ্গা জংশনের স্টেশন মাস্টার সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক দের জানান, যথাযথ গ্রীন সিগনাল না থাকায় ট্রেনটি মকসুদপুর ও নগরকান্দার মধ্যবর্তী স্থানে আটকে রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। এতে ফরিদপুর ৪-আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার দু’টি বৃহৎ ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালতা উপজেলায় নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়ে পরের দিন থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করেন, আজ চতুর্থ দিনে রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন স্থানীয়রা। এমনকী আজ আলগী ইউনিয়নের এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে রাস্তার নেমেছেন গেছেন বলে জানা গেছে। এসএকে/ |