ইসলামি সব দল এক বাক্সে ভোট দিলে শিয়ালও পালাবে : শায়খে চরমোনাই
প্রকাশ:
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, “আগামী নির্বাচনে ইসলামী সব দল যদি ঐক্যবদ্ধ হয়ে একটি ব্যালট বাক্সে ভোট দেয়, তাহলে শিয়ালও এই দেশ থেকে পালাতে বাধ্য হবে।” শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং বাগেরহাটের চারটি নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাট শহরের রেলরোড চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম আরও বলেন, “বিএনপি দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। ক্ষমতায় যাওয়ার আগেই তারা হাটবাজার দখল করেছে। তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, তাহলে ব্যবসায়ীসহ কেউই নিরাপদ থাকবে না। আপনারা নৌকা, ধানের শীষ এবং লাঙ্গলকে ক্ষমতায় এনেছেন। এবার ইসলামী শক্তিকে ক্ষমতায় আনুন, তাহলে দেশের সব শ্রেণির মানুষ নিরাপদ থাকবে।” সমাবেশে ইসলামী আন্দোলনের যুবনেতা এইচ. এম. ইসমাইল হোসেন এবং মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন– ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় আইন উপদেষ্টা অ্যাডভোকেট আতিয়ার রহমান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক নূরী, অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, মোল্লা মুজিবুর রহমান শামীম, কেন্দ্রীয় যুবনেতা মাওলানা আবু বকর, সহসভাপতি ফকির শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সেক্রেটারি মুফতি নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ওলামা-মাশায়েখ সভাপতি মাওলানা শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা, যুবনেতা মুফতি তরিকুল ইসলাম এবং ছাত্রনেতা এইচ. এম. মোহাম্মাদুল্লা প্রমুখ। এমএইচ/ |