মুফতী আহমাদুল্লাহর ইন্তেকালে জাতীয় ইমাম পরিষদের সভাপতির শোক প্রকাশ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ দুপুর
নিউজ ডেস্ক

চট্টগ্রামের প্রখ্যাত আলেম, জামি'আ ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস ও সদরে মুহতামিম হাফেজ মুফতী আহমাদুল্লাহ (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের সংবাদে দেশের ইসলামি শিক্ষা ও দাওয়াতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

মুফতী আহমাদুল্লাহ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, “মুফতী আহমাদুল্লাহ (রহ.) ছিলেন এ দেশের ইলমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আজীবন দ্বীন প্রচারের খেদমতে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর বিনয়, পাণ্ডিত্য ও সৌজন্যবোধ তাঁকে আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের কাছে করে তুলেছিল শ্রদ্ধার পাত্র।”

তিনি আরও বলেন, “দেশবাসী এক নিবেদিতপ্রাণ মুত্তাকী আলেমকে হারাল। তাঁর ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তা’আলা মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার, ছাত্র ও মুরীদদের সবরে জামিল দান করুন।”

উল্লেখ্য, মুফতী আহমাদুল্লাহ (রহ.) দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জামি'আ ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর ইলমি ও আধ্যাত্মিক অবদান জাতির জন্য এক অমূল্য সম্পদ হিসেবে চিরস্মরণীয় থাকবে।

এসএকে/