হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুরুল হক নুর
প্রকাশ:
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি বাসায় পৌঁছান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “নুরুল হক আজ বাসায় ফিরলেও মঙ্গলবার অন্য একটি হাসপাতালে তার নাকের অস্ত্রোপচার করা হবে। চিকিৎসার প্রয়োজনে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের আগে তিনি আপাতত বাসায় ফিরেছেন।” তিনি আরও জানান, “নুরুল হক এখনও হাঁটাচলা করতে পারছেন না। নাকের হাড় ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতেও কষ্ট হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতিতে আরও কিছুদিন সময় লাগবে।” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ বহুজন আহত হন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হলে জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং বিশেষজ্ঞদের নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতে থাকে। এমএইচ/ |