জাতীয় সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দাবিতে নেজামে ইসলাম পার্টির সংবাদ সম্মেলন
প্রকাশ:
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বুধবার (১৬ সেপ্টেম্বর) পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিস্থিতি ও জনগণের কল্যাণে পাঁচ দফা দাবি ঘোষণা করেছে। পার্টি সভাস্থলে জুলাই সনদকে আইনিক ভিত্তি প্রদানসহ জরুরি অনুষঙ্গগুলো বাস্তবায়নের আহ্বান জানায়। পার্টির মহাসচিব মুসা বিন ইযহার সংবাদ পাঠ করে জানান, তাদের দাবি দেশের সার্বভৌমত্ব, গণঅধিকার ও ন্যায়বিচার রক্ষার লক্ষ্যে প্রণীত—যা কেবল রাজনৈতিক কর্মসূচি নয় বরং জাতীয় স্বার্থের বিষয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, দপ্তর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, সহকারী অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, নির্বাহী সদস্য মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, মুফতি এহতেশামুল হক সাখী ও ইসলামী ছাত্রসমাজের সভাপতি আমীর জিহাদী। পার্টির উর্ধ্বতন নেতৃত্ব সংবাদকালে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে- প্রথম দাবি: জুলাই সনদের আইনিভিত্তি প্রদান: এখানে উল্লেখ্য যে, ২০১৩ সালে শাপলা চত্বরের রক্তের স্রোতধারায় ২৪-এর জুলাই অভ্যুত্থানের চেতনার উদগীরণ। অথচ ইতোপূর্বে ঘোষিত “জুলাই ঘোষণাপত্রে” শাপলা গণহত্যার উল্লেখ নেই। এর ঐতিহাসিক দায় মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। সুতরাং জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদও যেন কাগুজে ও অকার্যকর হয়ে না যায় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বোপরি আমরা জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানাই। দ্বিতীয় দাবি: আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ- তৃতীয় দাবি: জুলাই ও শাপলাসহ সকল গণহত্যায় দায়ী এবং দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা- সেই সাথে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমাল লুন্ঠনে জড়িত চিহ্নিত দুর্নীতিবাজদেরকেও অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যা রাষ্ট্র ও জনগণের আমানতের সুরক্ষায় আগামীতে এক ঐতিহাসিক সতর্কবার্তা হিসেবে কাজে আসবে। চতুর্থ দাবি: গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা- পঞ্চম দাবি: দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে। এমএইচ/ |