নির্বাচন বাধাগ্রস্ত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে : সালাহউদ্দিন আহমদ
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বাধা বা অনিশ্চয়তা সৃষ্টি হয়, তবে পতিত স্বৈরাচার ও অসাংবিধানিক শক্তি লাভবান হবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন নিয়ে যারা রাজপথে আন্দোলন করছে, তা কমিশনের এজেন্ডায় ছিল না। তবে রাজনৈতিক অধিকার আছে, দাবি জানানো যাবে। কিন্তু আলোচনার টেবিল ছাড়া রাজপথে গেলে তা স্ববিরোধী হবে।” তিনি আরও বলেন, “আজকের বৈঠকে বিশেষজ্ঞ প্যানেলের মতামত উপস্থাপন করা হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সরকার সাংবিধানিক কিনা। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সংবিধান মেনে সরকার গঠিত হয়েছে।” সনদের সংবিধান-সম্পর্কিত বিষয় বাস্তবায়নের আগে বিচার বিভাগের পরামর্শ নেওয়া যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, “সংবিধান-ভঙ্গ বা চ্যালেঞ্জ হতে পারে, তবে জাতির সামনে খারাপ উদাহরণ সৃষ্টি করা উচিত নয়।” সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব নিয়ে তিনি বলেন, “মৌলিক সংস্কারমূলক বিষয় বাস্তবায়নের জন্য গণভোট প্রয়োজন হতে পারে। তবে একই বিষয়ে দুইবার গণভোটের প্রয়োজন কেন, তা আলোচনার টেবিলে নির্ধারণ হওয়া উচিত।” সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন যে, আলোচনার মাধ্যমে সংকট সমাধান সম্ভব হবে এবং সংসদ গঠনের পর মৌলিক সংস্কার বাস্তবায়নে প্রয়োজনীয় গণভোট আয়োজনের বিষয় বিবেচনা করা যেতে পারে। এমএইচ/ |