গাজীপুরে নির্বাচনী আসনে মাওলানা এহসানুল হকের ব্যাপক গণসংযোগ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৫ রাত
নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার তিনি স্থানীয় জনপদ, হাটবাজার ও বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে দলের আদর্শ ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

গণসংযোগকালে মাওলানা এহসানুল হক বলেন, “জনগণের সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে চাই। খেলাফতের আদর্শে দেশ গঠনই আমাদের অঙ্গীকার।” এ সময় তিনি আগামী নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। গোসিংগা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে তার এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে।

এমএইচ/