উপদেষ্টা পরিষদে ইসি ও এনবিআরের খসড়ার চূড়ান্ত অনুমোদন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) দুটি অধ্যাদেশ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি আইন সংস্কারের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসসচিব জানান, অনুমোদন পাওয়া দুটি আইন হলো— নির্বাচন কর্মকর্তাসংক্রান্ত আইন (বিশেষ প্রধান আইন, ১৯৯১ সালের ১৩ নম্বর আইন) এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন (২০০৯ সনের ৫ নম্বর আইন)। এসব সংস্কার নির্বাচনের আগে কমিশনের কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন সংস্কার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোর তালিকা তৈরি করার জন্য। বাস্তবে মন্ত্রণালয় ও উপদেষ্টারা কমিশনের প্রস্তাবের বাইরে আরও বেশি সংস্কারের কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, “জাতিসংঘ অধিবেশন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে চার রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সফরসঙ্গী হচ্ছেন। তারা আমাদের অংশীদার।”ৃ

এমএইচ/