শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত
নিউজ ডেস্ক

মহানবী সা. এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করার গুরুত্ব তুলে ধরে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, "শিশু-কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মহানবী সা. এর সীরাত আলোচনা ব্যাপকভাবে প্রচার করতে হবে।" তিনি আরও বলেন, "আদর্শ সমাজ গঠন করতে হলে প্রাথমিক স্তর থেকেই দ্বীনি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, এবং এ ক্ষেত্রে 'অংকুর' এর উদ্যোগ প্রশংসনীয়।"

এমনি বক্তব্যে তিনি জাতীয় শিশু-কিশোর সংগঠন 'অংকুর' আয়োজিত সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 'অংকুর' এর পরিচালক শাহ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মো: নিজাম উদ্দিনের পরিচালনায় শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 'অংকুর' এর প্রধান উপদেষ্টা ড. আবদুল্লাহ খান, বিশিষ্ট ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমান, 'অংকুর' এর উপদেষ্টা এডভোকেট শেখ রাজাউল করিম, এডভোকেট মো: মিজানুর রহমান, কাজী আরিফুর রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু সহ অন্যান্যরা। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, এবিএম শহীদুল ইসলাম, এডভোকেট এনায়েত রাব্বি, মাওলানা আবু সালেহ, আহমদ আইমান আন্দালিব, আম্মার আল ফারাহ, শাহজাহান সৈকত, শহিদুল ইসলাম সামি, রফকাতুল রাকিব, মুশফিকুর রহমান, ওয়াফি আবরার, হোসাইন তায়িবুল আনাস, মাহির উদ্দিন মিসবাহ প্রমুখ।

অনুষ্ঠানে সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এসএকে/