হিফজ সমাপন করায় ৯ জনের মাথায় উঠল পাগড়ি
প্রকাশ:
২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহ্ফিজুল কুরআন মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশেষ আয়োজনে মাদরাসার হিফজ সমাপনীর ৯ জন ছাত্রদের পাগড়ি দেওয়া হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, মুফতি ও মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ নুরুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. নুরুল আমিন (আলম)। কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান, মাদরাসার প্রধান হাফেজ মুহাম্মদ আব্দুল কাদের বক্তব্য দেন। মাদরাসার নূরানী ছাত্রদের হস্তলিপি প্রদর্শনী ছিল, যা অতিথি ও অভিভাবকদের প্রশংসা অর্জন করে। এমএইচ/ |