এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল
প্রকাশ:
২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে যা কিছু ভালো কাজ হয়েছে, তার সবই করেছে বিএনপি। অথচ এই দলের বিরুদ্ধে চলছে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, “আমরা উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি গড়ে উঠেছে। একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল কিংবা নতুন জন্ম নেওয়া দলও আজ বিএনপিকে নিয়ে কথা বলে। অথচ এই দল ফিনিক্স পাখির মতো—ভাঙার ষড়যন্ত্র হয়েছে বহুবার, কিন্তু কেউ সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে গেছে।” মির্জা ফখরুল বলেন, “১৫ বছর পর আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। অসংখ্য নেতাকর্মীর ত্যাগ-তিতিক্ষার ফলেই এই সুযোগ এসেছে। তাই এটি কাজে লাগাতে হবে।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হয়ে যাবেন।” এমএইচ/ |