খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর
নিউজ ডেস্ক

খেলাফত মজলিস হবিগঞ্জের বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিদ আজাদ।

উপজেলা সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মোকিত সালেহর পরিচালনায় বানিয়াচং সরকারি জনাব আলী কলেজ হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, ডা. এ এ তাওসিফ, কেন্দ্রীয় নির্বাহি সদস্য মাওলানা মোশাহিদ আলী।

বক্তব্য পেশ করেন জেলা সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসাইন খান, সহ সভাপতি মাওলানা ছাদেকুর রহমান খান, ঢাকা জেলা সহ সভাপতি মাওলানা নিজামুদ্দিন মিসবাহ, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক প্রভাষক শিব্বির আহমদ, হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের খেলাফত মজলিস মনোনিত এমপি প্রদপ্রার্থী ও জেলা সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ূম জাকী, বানিয়াচং উপজেলা সাবেক সভাপতি মাওলানা শফিকুর রহমান, সহ সভাপতি মুফতি আমীনুদ্দীন, হবিগঞ্জ সদর উপজেলা সিনিয়র সহ সভাপতি ও ১১ নং ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রদপার্থী  মাওলানা আজিজুর রহমান শাহপুরী, সিঙ্গাপুর প্রবাসী ৪নং ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রদপ্রার্থী মাওলানা শেখ শাহজাহান, ছাত্র মজলিস জেলা সভাপতি সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি মাওলানা জাফর আহমদ সিরাজী, সহ সভাপতি মাওলানা আহমদ আলী ঠাকুর, সহ সভাপতি মাওলানা মজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাষ্টার মিজানুর রহমান, হাফেজ এমদাদুল হক, বায়তুল মাল সম্পাদক হাফেজ জহির উদ্দিন সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল আহমদ,উপজেলা যুব মজলিস সভাপতি মাওলানা রিয়াদ আল আসাদী, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা বদরুল আলম আনসারী, শ্রমিক  মজলিস উপজেলা  সভাপতি জনাব ছামির হোসেন, ছাত্র মজলিস উপজেলা সভাপতি সাজ্জাদ হোসাইন, সেক্রেটারী শাওন আহমদ, সাবেক ছাত্র মজলিস উপজেলা  সভাপতি মাওলানা মামুন আহমদ সহ উপজেলা দায়িত্বশীল, উপজেলা ছাত্র ও যুব মজলিস দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ।

হামদ নাত পরিবেশন করেন দাবানলের আমিনুল ইসলাম সামী ও মাওলানা আশ্রাফুল ইসলামসহ বিভিন্ন শিল্পী বৃন্দ।

আরএইচ/