সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর শাহপরান থানা আওতাধীন ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ এশা শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহপরান থানা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন,প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদির, মাওলানা নাজিউল্লাহ মাশকুর,ফয়ছল আহমদ, আফজাল হোসাইন,জুবায়ের আহমদ,হাসান আল মাহমুদ প্রমুখ।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাওলানা নাজিউল্লাহ মাশকুরকে আহবায়ক ও মাওলানা আব্দুল কাদিরকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।

আরএইচ/