ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২০ দুপুর
নিউজ ডেস্ক

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, পরিবার হলো মানবসভ্যতার মূল ভিত্তি। মানুষের মানসিক প্রশান্তির মূল সূত্র। মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবারব্যবস্থা মজবুত করার বিকল্প নেই। বর্তমানে এই আধুনিক সমাজের চতুর্দিকে কান পাতলেই শোনা যায় পরিবার ভাঙার আওয়াজ, যা সুস্থ সমাজের জন্য অশনিসংকেত। পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং ধর্মীয় অনুশাসনের শিথিলতা আমাদের পরিবারব্যবস্থাকে দিন দিন সংকটাপন্ন করে তুলছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির ডায়মন্ড ভেন্যুস গ্রুপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটির আয়োজন করে সিডনি প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফজর গ্রুপ। 
শ্রোতাদের উদ্দেশে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সর্বোচ্চ স‍্যাক্রিফাইস করে হলেও দাম্পত্য সম্পর্কগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে। পরিবারে দীন চর্চা এবং পশ্চিমাদের ধংসাত্মক কালচার থেকে আত্মরক্ষা ছাড়া যা অসম্ভব প্রায়। পরিবার বাঁচাতে প্রয়োজন নানামুখী ত‍্যাগ, সবর ও শোকরের চর্চা।’

কোরআন-হাদিসের আলোকে শায়খ আহমাদুল্লাহ পরিবার ব্যবস্থাপনার সংকট ও দাম্পত্য সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা ছাড়াও দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন।  

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিডনির সেন্ট মেরিস মসজিদের ইমাম শায়খ আবু হুরাইরা, উপস্থাপনা করেন মুনির রহমান। নয় শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। শায়খের এই সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে সিডনি প্রবাসী বাংলাদেশিদের মাঝে।

এছাড়াও ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) অস্ট্রেলিয়ার সিডনি শহরের সবচেয়ে দৃষ্টিনন্দন মসজিদ আল বাইত আল ইসলাম (অস্ট্রেলিয়ান ইসলামিক হাউস)-এ জুমার খুতবা দেন শায়খ আহমাদুল্লাহ।

‘ইসলাম প্রচারে মুসলমানদের কার্যকরী ভূমিকা’ বিষয়ে ঘণ্টাব্যাপী বক্তব্য দেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহীম আবু মুহাম্মাদ।

খুতবায় শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘অমুসলিমরা ইসলামকে বই পড়ে যতটা না চিনবে, তারচেয়ে বেশি চিনবে মুসলমানদের চরিত্র দেখে। তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা পড়ে আমাদেরকে। মুসলমান যদি নিজের জীবনে কোরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিফলিত করে, তবে সেটিই হবে এই সময়ে সবচেয়ে কার্যকরী দাওয়াহ।’

এছাড়া প্রবাসীদের সুশৃঙ্খল ও সততাপূর্ণ জীবনযাপন করার ব্যাপারেও বিশেষ আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ। জুমার খুতবায় স্থানীয় আলেম, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি ও বিপুলসংখ্যক স্থানীয় মুসল্লি উপস্থিত ছিলেন।

এমএইচ/