জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা
প্রকাশ:
২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
শায়খ মিসবাহ উদ্দীন মাদানী সৌদি আরবের বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার শায়খ আব্দুল্লাহ আবু সারাহ বাংলাদেশ সফরে এলে বাংলার বরেণ্য আলেমদের স্মৃতিধন্য শতোর্ধবর্ষী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইসলামিয়া জিরি পরিদর্শনে আসেন। তিনি শিরক-বিদআত নির্মূলে এবং ইসলামি শিক্ষা ও দাওয়াতের প্রচার প্রসারে জামিয়া জিরির গৌরবময় ইতিহাস, ঐতিহ্যে ও অবদানের কথা শুনে খুবই মুগ্ধতা প্রকাশ করেন। তিনি সবচেয়ে বেশি মুগ্ধ হন দাওরায়ে হাদিসের দরসগাহে যখন প্রবেশ করেন। ছাত্রদের মধুর কণ্ঠে আধ্যাত্মিক আবহে বিশুদ্ধ এরারত পাঠের খুবই প্রশংসা করেন। বাংলাদেশে ছাত্ররা যে এখনো হাদিসের বিশুদ্ধ গ্রন্থ তথা সিহাহ সিত্তার আধুনিক কম্পিউটার টাইপিং ছাপাই না পড়ে প্রাচীন পাণ্ডুলিপি থেকে হাদিস পড়ছেন তা দেখে খুবই আবেগমিশ্রিত প্রশংসা প্রকাশ করেন। মেহমানের সম্মানে এক সাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি আমি অধম পরিচালনার দায়িত্ব পালন করি। মেহমানকে যখন জানালাম, এই মুলকে বাঙ্গালে ইসলামের আগমন এই চট্টগ্রামের বঙ্গোপসাগর দিয়েই হয়েছে এবং আরবের সাথে বাংলার, বিশেষভাবে চট্টগ্রামের সম্পর্ক সাহাবা যুগ থেকে, পরবর্তিতে আরব ব্যবসায়ীদের মাধ্যমে- এই ইতিহাস তাঁকে স্পর্শ করেছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সারগর্ব আলোচনা রাখেন। তিনি বলেন, এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের কারণে অনলাইননির্ভর তথ্যপ্রবাহ ও জ্ঞানচর্চায় যতটুকু সহজতা এসেছে তার চেয়ে সত্য-মিথ্যা যাচাই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়েছে। তাই অনলাইনে যা পাই লুপে নেওয়ার ক্ষেত্রে তিনি সাবধান করেন। এবং ইলম অর্জনের ক্ষেত্রে সরাসরি উসতাজের সান্নিধ্য গ্রহণের গুরুত্ব আরোপ করেন। তিনি ছাত্রদেরকে চোখের হেফাজত ও আত্মশুদ্ধির প্রতি উৎসাহিত করেন। একের পর এক ফেতনার বন্যা ধেয়ে আসছে, সঠিক ইলম অর্জন করে জাতিকে সতর্ক করার জন্য নিজেদেরকে যোগ্য দাঈ ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে উপদেশ দান করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার প্রধানপরিচালক শায়খ মাওলানা মুহাম্মদ খুবাইব সাহেব, উসতাজুল হাদীস মাওলানা লুৎফুর রহমান সাহেব, শায়খ ড. আব্দুর রহীম, জামিয়ার অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলী ও সর্বস্তরের ছাত্রবৃন্দ। লেখক: প্রধান, আরবি ভাষা ও ইসলামি দাওয়াহ বিভাগ, জামিয়া আরাবিয়া জিরি মাদরাসা, চট্টগ্রাম আরএইচ/ |