ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার 
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৯ দুপুর
নিউজ ডেস্ক

ময়মনসিংহে সীরাতকেন্দ্রের আয়োজনে দারিদ্র্য বিমোচন ও সমৃদ্ধ অর্থব্যবস্থা বিনির্মাণে ইসলামি অর্থনীতি ও ইসলামি ব্যাংকিংয়ের ভূমিকা শীর্ষক কর্মশালা আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ সদর খাগডহরে জামিয়া আশরাফিয়া মাদরাসায় সকাল ৯টা থেকে এই কর্মশালা শুরু হবে বলে জানিয়েছেন সীরাতকেন্দ্রের পরিচালক মাওলানা আমীর ইবনে আহমদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া আশরাফিয়ার মুহতামিম মুফতি আব্দুল মালেক। প্রধান অতিথি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফিজ্জী। উদ্বোধক করবেন ইত্তেফাকের মজলিসে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।

প্রশিক্ষণ দেবেন ইসলাম ও অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ মুফতি আব্দুল্লাহ মাসুম ও মুফতি যোবায়ের আব্দুল্লাহ। 

অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মুফতি আহমদ আলী, মাওলানা আনওয়ারুল হক, মাওলানা রঈসুল হক, মাওলানা আবুল কালাম আজাদ ও মুফতি মুহিব্বুল্লাহ প্রমুখ।

এমএইচ/