
| 	
        
			
							
			
			  বুলগেরিয়ায় ইসলামিক হাই স্কুলের যাত্রা  
			
			
	
			
										প্রকাশ:
										২৫ সেপ্টেম্বর, ২০২৫,  ১১:৩৭ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার ইলিয়ান্টসি পাড়ায় একটি ইসলামিক হাই স্কুলের যাত্রা শুরু হয়েছে। গ্র্যান্ড মুফতির দপ্তরের সঙ্গে সংযুক্ত এই নতুন স্কুলটি সোফিয়ার উচ্চতর ইসলামিক ইনস্টিটিউটের একই ভবনে চালু হয়েছে। একই দিনে ইনস্টিটিউটও তাদের শিক্ষাবর্ষ শুরু করে। প্রথম বছর ২০ জন শিক্ষার্থী ভর্তি নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ইসলামিক স্কুল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলগেরিয়ার গ্র্যান্ড মুফতি ড. মুস্তফা হাজি, ডেপুটি আহমেদ হাসানভ ও বেহান মুহাম্মদ, ধর্মীয় স্কুলের পরিচালক রিদওয়ান মাম্মাদভ সহশিক্ষা ও সমাজকর্মী, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে গ্র্যান্ড মুফতি ড. মুস্তফা হাজি শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই স্কুলের লক্ষ্য শুধু ধর্মীয় শিক্ষায় দক্ষ জনশক্তি তৈরি করা নয়, বরং তরুণ প্রজন্মকে মাদক, অ্যালকোহল ও সহিংসতার মতো সমাজবিরোধী প্রবণতা থেকে দূরে রেখে ইসলামি নৈতিকতাভিত্তিক সুশৃঙ্খল জীবনযাপনের পথে এগিয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য। এ ছাড়া স্কুলের পরিচালক রিদওয়ান মাম্মাদভ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা সমাজে যেন ভালো রোল মডেল হিসেবে গড়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতের আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমরা আশা করি প্রতিবছর এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে। আর নতুন ইসলামিক হাই স্কুলের আনুষ্ঠানিক যাত্রা আগামী প্রজন্মের জন্য এক নতুন শিক্ষার দিগন্ত উন্মোচন করবে। আরএইচ/  |