
| 	
        
			
							
			
			  সুস্থ থাকতে বিশ্বনবি (সা.) যে দোয়া পড়তেন  
			
			
	
			
										প্রকাশ:
										০৫ অক্টোবর, ২০২৫,  ১০:১৪ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 সুস্থতা ও অসুস্থতা উভয়ই মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে নির্ধারিত। এতে আনুগত্য বা নাফরমানির কোনো সম্পর্ক নেই। নবী-রাসুলরাও আল্লাহর পরীক্ষা স্বরূপ অসুস্থ হয়েছেন। হজরত মুহাম্মদ (সা.) সকল নবী-রাসুলের শ্রেষ্ঠ হলেও তিনিও জীবনে অসুস্থতার কষ্ট ভোগ করেছেন। তাই অসুস্থতা কখনোই আল্লাহর শাস্তি বা অসন্তুষ্টির নিদর্শন নয়। বরং এটি হতে পারে বান্দার পরীক্ষা বা গোনাহের কাফফারা (পাপ মোচনের উপায়)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 
 অন্য এক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, 
 অতএব, অসুস্থতাকে অশুভ বা অকল্যাণকর কিছু মনে করা উচিত নয়। এটি মুমিনের জন্য কল্যাণকর পরীক্ষা। সুস্থতা যেমন আল্লাহর নেয়ামত, তেমনি অসুস্থতার মাধ্যমে পাপ মোচন হয় এবং আল্লাহর নিকট মর্যাদা বৃদ্ধি পায়। তবে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে রাসুলুল্লাহ (সা.)-এর একটি দোয়া উল্লেখ করা হলো— সুস্থতার দোয়াআরবি: উচ্চারণ: অর্থ: এনএইচ/  |