
| 	
        
			
							
			
			  বাজিতপুর ইসলামি কমপ্লেক্সে কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব  
			
			
	
			
										প্রকাশ:
										০৫ অক্টোবর, ২০২৫,  ১০:২৬ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 সৌদি আরব দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিস এবারও সারা বাংলাদেশে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাই পর্ব বাজিতপুর ইসলামি কমপ্লেক্স মিলনায়তনে শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন হাফেজে কোরআন দুই জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিযোগিতা চলে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। তারা জেলা থেকে উত্তীর্ণ হয়ে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। দূতাবাসের ইন্টারপেটের মাসুদুর রহমান ও দাওয়া বিভাগের কর্মকর্তা মো. আব্দুস সুবহান এ সময় উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবু ইউসুফ ও হাফেজ মাওলানা আজিজুর রশিদ কামাল। এনএইচ/  |