
|
মাদরাসাপড়ুয়া একজন বইপোকার জন্য সাহায্যের আবেদন
প্রকাশ:
০৬ অক্টোবর, ২০২৫, ০৭:০৪ বিকাল
নিউজ ডেস্ক |
ক্বমারুদ্দীন পাহাড়ি হাটহাজারী মাদরাসায় পড়ে। বইয়ের প্রতি গভীর ভালোবাসা, নিয়মিত বই পড়ে এবং বই নিয়ে কথা বলে। বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা হচ্ছে। সুদূর হাটহাজারী থেকে বইয়ের টানে চলে এসেছেন ঢাকার বইমেলায়। ফেরার পথে ভৈরবে ট্রেন এক্সিডেন্ট করেন। স্টেশনে যাত্রাবিরতি দিলে তিনি ট্রেন থেকে নিচে নেমেছিলেন, এমন সময় বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন আসে এবং তাকে ধাক্কা দেয়। ভাগ্যগুণে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হন। বর্তমানে কাকরাইল অরোরা হসপিটালে চিকিৎসাধীন এই বইপোকা। ব্যয়বহুল চিকিৎসা। কয়েকজন ভাই তার চিকিৎসার জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোমধ্যে এক লক্ষ বত্রিশ হাজার টাকা হাসপাতালের বিল পরিশোধ করা হয়েছে। আরও টাকা দরকার। নিচে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ, নগদ ও রকেট নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট IFIC Bank MOHD. TANJIL AREFIN A/C NO : 0210014217851 Konapara Branch Routing No : 120273746 বিকাশ, নগদ ও রকেট 01314311676 (পারসোনাল) 01743014850 (বিকাশ পারসোনাল) আরএই/ |