
|
শহিদুল আলমের মুক্তির ব্যাপারে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন
প্রকাশ:
০৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৮ অক্টোবর এক বিবৃতিতে বলেছেন, আলোকচিত্র শহিদুল আলমকে ইজরাইলী বর্বর হানাদাররা ধরে নিয়ে গেছে। এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত, আমাদের নাগরিকদের মর্যাদা ও সন্মানের প্রশ্ন। তাই শহিদুল হকের নিরাপত্তা ও মুক্তির ব্যাপারে সরকারকে জরুরী ও সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শহিদুল আলম ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিকরুপে হাজির হয়েছেন। তিনি গাজার জনগণের প্রতি আমাদের সম্মিলিত ভালোবাসা বহন করেছেন। ফলে তার নিরাপত্তা ও মুক্তি আমাদের জাতীয় সন্মান ও মর্যাদার প্রশ্ন হয়ে দাড়িয়েছে। ফলে দেশের সন্মান ও মর্যাদার প্রশ্নে যা করার তাই করতে হবে। সরকারকে আশ্বস্ত করতে চাই যে, জনতা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এলএইস/ |