
| 	
        
			
							
			
			  প্রতারণার ফাঁদে পা দেবেন না, মাদরাসা বোর্ডের সতর্কতা  
			
			
	
			
										প্রকাশ:
										১৩ অক্টোবর, ২০২৫,  ১০:৪২ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড তাদের অনলাইনভিত্তিক সেবাগুলো নিয়ে প্রতারণার শিকার না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বোর্ড জানিয়েছে, সব ধরনের সেবা এখন স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। তাই সেবা পেতে কেউ যেন প্রতারক চক্রের ফাঁদে না পড়ে, সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। রোববার (১২ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে বোর্ডের সেবা গ্রহণের ক্ষেত্রে অবৈধ আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের কোনো সেবা প্রাপ্তির জন্য কেউ যেন অবৈধ তদবির বা অর্থ লেনদেন না করেন। তাই এমন ধরনের প্রতারণার শিকার না হতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এনএইচ/  |