
| 	
        
			
							
			
			  গাজার রাফাহ সীমান্ত খুলে দিচ্ছে ইসরায়েল, থাকছে না কোনো সীমাবদ্ধতা  
			
			
	
			
										প্রকাশ:
										১৫ অক্টোবর, ২০২৫,  ০৫:০৬ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার সঙ্গে মিসরের রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’ জানিয়েছে, স্থগিত থাকা মানবিক সহায়তার প্রবাহও এখন থেকে স্বাভাবিকভাবে চলবে। এর আগে, ইসরায়েল সরকার আজ বুধবার থেকে নতুন করে কিছু নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা করেছিল। এর মধ্যে ছিল গাজায় মানবিক সহায়তা সীমিত করা এবং রাফাহ সীমান্ত বন্ধ রাখা। তবে শেষ মুহূর্তে এসব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে একাধিক সূত্র। প্রতিবেদনে বলা হয়, গত রাতে হামাস আরো চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। এর পরই ইসরায়েলি নেতৃত্ব এ সিদ্ধান্ত পরিবর্তন করে। এ নিয়ে হামাস ২৮ জন নিহত জিম্মির মধ্যে ৮ জনের মরদেহ হস্তান্তর করল। ফেরত পাওয়া মরদেহগুলো ফরেনসিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যেখানে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে। হামাস এখন পর্যন্ত ফেরত দেওয়া চারজনের পরিচয় প্রকাশ করেনি। মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেক সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, আজকের মধ্যেই হামাস আরো চার জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। এলএইস/  |