
| 	
        
			
							
			
			  গাজায় সরবরাহ জন্য প্রস্তুত ৩ মাসের খাদ্য সামগ্রী: ডব্লিউএফপি  
			
			
	
			
										প্রকাশ:
										১৭ অক্টোবর, ২০২৫,  ০৮:৫১ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 জাতিসংঘের খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, তাদের কাছে গাজার সম্পূর্ণ জনসংখ্যাকে সরবরাহের জন্য অলরেডি তিন মাস খাদ্য সামগ্রী মজুদ রয়েছে। ডব্লিউএফপি বলেছে, 'পরিষেবা অব্যাহত রাখতে এবং সকলের কাছে পৌঁছাতে আমাদের স্থায়ী প্রবেশাধিকার এবং স্থিতিশীল পরিবেশ প্রয়োজন।' সংস্থাটি আরও সতর্ক করেছে যে, যেকোনো মূল্যে যুদ্ধবিরতি বজায় ও রক্ষা করতে হবে। ইতোমধ্যে, ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। গাজার মানুষগুলোর কাছে প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দিতে ডব্লিউএফপি প্রস্তুত থাকলেও নিরাপদ ও অবাধ প্রবেশাধিকার ছাড়া এই সাহায্য কার্যত বিতরণ করা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিশ্চিত করতে হবে যাতে মানবিক সংকট আরও গভীর না হয়। সূত্র: আল জাজিরা। এলএইস/  |