
| 	
        
			
							
			
			  পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্পে কম্পন, উৎপত্তি আফগানিস্তানে  
			
			
	
			
										প্রকাশ:
										১৭ অক্টোবর, ২০২৫,  ০৯:১২ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 পাকিস্তানের বেশ কয়েকটি এলাকায় আঘাত হেনেছে ৫.৬ মাত্রার ভূমিকম্প। শুক্রবার (১৭ অক্টোবর) এই ভূমিকম্পে খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সংবাদমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়। গত সপ্তাহেও পাকিস্তানের পাঞ্জাবে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি লায়া শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল। স্থানীয় রেসকিউ বিভাগের মুখপাত্র ওয়াসিম হায়াত ডনকে বলেন, ভূমিকম্প অনুভূত হলেও কোনো জরুরি অবস্থার খবর পাওয়া যায়নি। এলএইস/  |