
| 	
        
			
							
			
			  গাজায় দুই বছর পর খুললো ঐতিহাসিক সায়েদ আল-হাশিম মসজিদ  
			
			
	
			
										প্রকাশ:
										১৮ অক্টোবর, ২০২৫,  ১০:৪১ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 দুই বছর পর অবশেষে খুলে দেওয়া হলো গাজার ঐতিহাসিক সাইয়েদ আল-হাশিম মসজিদ। শুক্রবার (১৭ অক্টোবর) শত শত ফিলিস্তিনি মুসল্লি যুদ্ধবিধ্বস্ত গাজা শহরের এই শতাব্দী প্রাচীন মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য জড়ো হন। দীর্ঘদিন পর মসজিদে প্রার্থনার সুযোগ পেয়ে উপাসকরা গভীর আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। সূত্র: আল জাজিরা। এনএইচ/  |