
| 	
        
			
							
			
			  দাওরায়ে হাদিস পরীক্ষার ফি অনলাইনে জমা নেওয়া শুরু  
			
			
	
			
										প্রকাশ:
										১৯ অক্টোবর, ২০২৫,  ১১:২৬ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 আগামী বছরের দাওরায়ে হাদিস পরীক্ষায় যারা অংশ নেবেন তাদের ফি অনলাইনে জমা নেওয়া শুরু করেছে আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া। রোববার (১৯ অক্টোবর) বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আজ রবিবার ২৬ রবীউল আখির ১৪৪৭ হিজরী, ১৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে ১৪৪৭ হিজরী/২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফি অনলাইনে আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের মাধ্যমে জমাগ্রহণ করা হচ্ছে। আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডভুক্ত সকল দাওরায়ে হাদীস মাদরাসার এডমিনগণকে নিজ নিজ আইডিতে লগিন করে ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনুর ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করে এই ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের সময়সীমা সাধারণ সময় : ২৬ রবীউল আখির- ২৫ জুমাদাল উলা ১৪৪৭ হিজরী, ১৯ অক্টোবর - ১৭ নভেম্বর ২০২৫ ঈসাব্দ। বিলম্ব ফিসহ : ২৬ জুমাদাল ঊলা - ১০ জুমাদাল উখরা ১৪৪৭ হিজরী, ১৮ নভেম্বর - ২ ডিসেম্বর ২০২৫ ঈসাব্দ। ফির পরিমাণ সাধারণ সময় : নিয়মিত পরীক্ষার্থী ১৪০০ টাকা + ১% অনলাইন চার্জ; অনিয়মিত পরীক্ষার্থী ১৭০০ টাকা + ১% অনলাইন চার্জ। বিলম্বিত সময় : নিয়মিত পরীক্ষার্থী ১৬০০ টাকা + ১% অনলাইন চার্জ; অনিয়মিত পরীক্ষার্থী ১৯০০ টাকা + ১% অনলাইন চার্জ। নগদ বা আইপে সেফের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন : এনএইচ/  |