
| 	
        
			
							
			
			  সৎ ব্যবসায়ী তৈরিতে রাসূল (সা.)-এর সীরাতের ভূমিকা আলোচনা  
			
			
	
			
										প্রকাশ:
										২০ অক্টোবর, ২০২৫,  ০৫:৪৫ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যানস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজধানীর ধানমন্ডি জোনের উদ্যোগে স্থানীয় সুগন্ধা কমিউনিটি সেন্টারে সৎ ব্যবসায়ী তৈরিতে রাসূল (সা.)-এর সীরাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন আদর্শ ব্যবসায়ী ও বিশ্বস্ত বণিক। তার সীরাতে সততা, ন্যায়পরায়ণতা ও বিশ্বস্ততার যে দৃষ্টান্ত রয়েছে, তা আজকের যুগে সৎ ব্যবসায়ী তৈরিতে অনন্য দিক-নির্দেশনা দেয়। ইসলামের নৈতিক বাণিজ্য নীতি সমাজে আস্থা, ন্যায়বিচার ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান। প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ইবরাহীম হোসেন। সঞ্চালনা করেন শাহজান পাটওয়ারী, ইঞ্জিনিয়ার এস এম রাজিবুল হক ও মিথুন। এলএইস/  |