
| 	
        
			
							
			
			  চবির পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে কোরআন বিতরণ  
			
			
	
			
										প্রকাশ:
										২১ অক্টোবর, ২০২৫,  ১০:১৪ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বুদ্ধিজীবী চত্বরে এ কোরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা ফারিয়া বলেন, ‘ছাত্রশিবিরের এ ধরনের কার্যক্রম একটি ব্যতিক্রমী উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে আসার পর পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা অনেক সময় ধর্মীয় চর্চা থেকে দূরে সরে যাই। এ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় সংস্কৃতিও অনুশাসনের দিকে ফিরে আসতে পারব।’ মোহাম্মদ রাশেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মোবাইল অ্যাপে কোরআন থাকে, তবে অ্যাপ খুলে পড়ার সুযোগ হয় না। আবার অনেকের টেবিলে কোরআন থাকে, কিন্তু নিয়মিত পড়া হয় না। এই কোরআনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে আরবি ও বাংলা উভয় ভাষায় সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি শুধু নিজের জন্য নয়, আমার বন্ধুর জন্যও আরেজটি কোরআন নিয়েছি।’ এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের এ প্রোগ্রামটি গত ১৫ সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য করা হয়নি। আজকে আমাদের টার্গেট হচ্ছে পাঁচ হাজার কোরআন বিতরণ করা। ইতিমধ্যে দুই ঘণ্টায় এক হাজার কোরআন বিতরণ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের কোরআনের প্রতি যে আগ্রহ তা আমাদের অনুপ্রাণিত করছে। আশাকরি, সামনের দিনে এমন আয়োজন আমরা অব্যাহত রাখতে পারব।’ এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, ছাত্রী সংস্থার সদস্য ও সদ্য চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপাসহ সংগঠিত নেতাকর্মীরা। এলএইস/  |