
| 	
        
			
							
			
			  বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান  
			
			
	
			
										প্রকাশ:
										২৩ অক্টোবর, ২০২৫,  ০২:২৭ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটের প্রস্তাবে বিএনপি দাবি নির্বাচনের দিন। এতেই অনেড় রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। ড. মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এলএইস/  |