
| 	
        
			
							
			
			  ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহে আজ ইত্তেফাকের বিক্ষোভ  
			
			
	
			
										প্রকাশ:
										২৪ অক্টোবর, ২০২৫,  ০৮:১৯ সকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিব্বুল্লাহ মাদানীকে অপহরণের প্রতিবাদ, হিন্দুত্ববাদের আগ্রাসন বন্ধ ও দেশবিরোধী ষড়যন্ত্রের হোতা ইসকন নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (২৪ অক্টোবর) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ময়মনসিংহ জেলা শাখা ইত্তেফাকুল উলামা। ময়মনসিংহ নগরীর চরপাড়ায় বাদ আসর এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইত্তেফাকুল উলামার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মাওলানা আমীর ইবনে আহমদ। প্রসঙ্গত, এর আগে হিন্দু যুবক কর্তৃক মুসলিম তরণীকে (১৩) ধর্ষণের অভিযোগে গত কয়েক দিন ধরে সারাদেশে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে সাধারণ জণগণ। মুফতি মুহিব্বুল্লাহ এ বিষয়ে মসজিদে বয়ান দিলে, ইসকন সদস্যরা তাঁকে বেশ কয়েক বার হুমকি-ধমকি দেয়। এরপরই তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ে তাঁকে আহত অবস্থায় মাটিতে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ চলছে এনএইচ/  |