
|
কার্গো ভিলেজে আগুন: তদন্তে চীন, তুরস্ক সহ চার দেশের বিশেষজ্ঞ টিম
প্রকাশ:
২৫ অক্টোবর, ২০২৫, ০৫:৫৪ বিকাল
নিউজ ডেস্ক |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে এবার মাঠে নামছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ টিম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কোনো ব্যর্থতা দেখায়নি। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেও খাদ্যপণ্য বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এলএইস/ |