
|  গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন নয় : মামুনুল হক  
										প্রকাশ:
										৩০ অক্টোবর, ২০২৫,  ০৯:৫৬ সকাল
					 নিউজ ডেস্ক | 
| _original_1761796561.jpg)  
 খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বাংলার মানুষ নির্বাচন মানবে না। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে বুধবার (২৯ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় কেন্দ্রীয় ঈদগা মাঠে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা গণহত্যা চালিয়েছে, সেসব দোসর ও খুনিদের বিচারকের কাঠগড়ায় নিয়ে বিচার দৃশ্যমান করতে হবে। এরপরই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের চিন্তা করা যায়। তিনি আরো বলেন, বাংলাদেশে আগামীর রাজনীতি হবে বাংলাদেশপন্থার রাজনীতি। ওয়াশিংটন, মস্কো, দিল্লি, পিন্ডি, পিকিং কোনো পন্থার রাজনীতি বাংলাদেশে চলবে না। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু খবরদার আমাদের প্রতিদ্বন্দ্বিতার নামে যদি কেউ পতিত পরাজিত ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চায়, তাহলে ঐক্যবদ্ধভাবে রুখে দেব। জুলাই বিপ্লব কোনো একক দলের কৃতিত্ব নয়, জুলাই আন্দোলন হয়েছে ৫৬ হাজার বর্গমাইলের ধর্ম, বর্ণ, শ্রেণিপেশার মানুষের কৃতিত্বে। সম্মেলনে খেলাফত মজলিসের গাজীপুর মহানগর সভাপতি মুফতি ওমর ফারুক আল মাদানির সভাপতিত্বে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা। |