দুই বছর পর খুলল গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গত দুই বছর ধরে বন্ধ ছিল গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও খুলেছে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির দ্বার।

যুদ্ধের ভয়াবহতা কিছুটা পেছনে ফেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এখন ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। তারা শুধু নতুন সেমিস্টার নয়, নতুন জীবনেরও স্বপ্ন দেখছেন।

আগ্রাসন শুরুর আগে গাজা উপত্যকায় ৫১টি বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়ন করতেন দুই লাখেরও বেশি শিক্ষার্থী। তবে আইডিএফের নির্বিচার বোমাবর্ষণে সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে অল্প কয়েকটি প্রতিষ্ঠান টিকে আছে, সেগুলো আবার সচল করার প্রাণপণ চেষ্টা করছেন ফিলিস্তিনিরা।

এনএইচ/