ঢাকা মহানগর উত্তরের প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভা খেলাফত মজলিসের
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৫:০৫ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর -এর আওতাধীন সংসদীয় আসনসমূহের প্রার্থীদের নিয়ে “নির্বাচনী প্রস্তুতি ও কর্মপন্থা নির্ধারণ” সভা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। 

 বুধবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান।

ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সংসদীয় আসন সমূহের প্রার্থীদের উপস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও প্রচারণা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ প্রত্যেক প্রার্থীকে এলাকার বাস্তবতা বিবেচনায় সংগঠনের নীতিমালা ও কর্মপন্থা অনুযায়ী কাজ করার পরামর্শ প্রদান করেন।

এলএইস/