
| 	
        
			
							
			
			  জমিয়তের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় সভা মঙ্গলবার  
			
			
	
			
										প্রকাশ:
										০২ নভেম্বর, ২০২৫,  ০১:৪৬ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দলের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনি প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় বিষয়ে আলোচনা হবে। এতে জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দলীয় প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে সভাকে অর্থবহ ও সফল করার অনুরোধ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও নির্বাচন উপ-কমিটির সদস্যসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এলএইস/  |