নতুন ঠিকানায় আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্রকাশ: ০৩ নভেম্বর, ২০২৫, ১১:১৮ দুপুর
নিউজ ডেস্ক

শিক্ষা, সেবা ও দাওয়াহ নিয়ে কাজ করা আলোচিত বেসরকারি প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিস স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে এই খবর জানান।

শায়খ আহমাদুল্লাহ নতুন অফিসের লোকেশন জানাতে গিয়ে লিখেন-

আফতাবনগর মেইন গেট থেকে আমাদের অফিস এখন আরো কাছে, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির পেছনে, পাওয়ার গ্রিড (গোল বিল্ডিং) অফিসের পাশে।

পুরাতন অফিস থেকে নতুন অফিস মাত্র ৭০০ মিটার পশ্চিমে, একই রোডে।

ফাউন্ডেশনের নতুন ঠিকানা : প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

প্রসঙ্গত, শায়খ আহমাদুল্লাহ ২০১৮ সালে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সংস্থাটি জনসেবা, শিক্ষা ও আর্তমানবতার সেবায় ব্যাপক ভূমিকা রাখায় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

এনএইচ/