আমির হামজার সঙ্গে নির্বাচনি লড়াইয়ে বিএনপির জাকির হোসেন
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনে বিশিষ্ট ইসলামিক বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আমির হামজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত প্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

কুষ্টিয়ায় চারটি আসনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জেলায় বিএনপির মনোনয়ন পাওয়া অন্য প্রার্থীরা হলেন—কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সদস সদস্য (এমপি) রেজা আহমেদ বাচ্চু মোল্লা। কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমী।

এনএইচ/