
|
‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ সকাল
নিউজ ডেস্ক |
ঢাকা-১১ সংসদীয় কমিটির আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমি নির্বাচিত হই, তাহলে ভবিষ্যত প্রজন্মকে নৈতিকতার আলোয় আলোকিত করতে স্কুল-কলেজে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগে সর্বোচ্চ চেষ্টা করবো। বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রামপুরা নতুনবাগ মাদরাসায় আলেম-উলামাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘ সতেরো বছর পর আওয়ামী জগদ্দল পাথরের নিষ্পেষণ থেকে আল্লাহ তায়ালা আমাদের মুক্তি দিয়েছেন। সেজন্যে এখন আমাদের মূল ব্রত হওয়া উচিত আল্লাহর শুকরিয়া আদায় করে বাকি জীবন জনগণ এবং ইসলামের সেবায় কাজ করা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে জিরো টলারেন্স অবস্থান নিয়েছেন। বিএনপি নেতা দেশের উন্নয়ন ও কল্যাণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) মহাসচিব ও নতুনবাগ মাদরাসার মুহতামিম মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রামপুরা থানাধীন বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও মাদরাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। এনএইচ/ |